Recents in Beach

নতুন বছরের নতুন দিনে আপনাদের জানাই সুস্বাগতম ২০২১


সকলকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা
মুহাম্মদ কামাল হোসেন ভুইয়া 
———————————— 


আজ ইংরেজী নববর্ষ তার নতুন দিন নিয়ে শুরু করলো । বিগত একটি বৎসরের সকল গ্লানী ঝেরে ফেলে নতুন আশায় , নব উদ্দীপনায় , নতুন সুরের মূর্ছনায় যাত্রা শুরু করলো আরও একটা নতুন বৎসর। নববর্ষের এ শুভলগ্নে সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা ।

ধুয়ে মুছে চলে যাক সকলের জীবন থেকে বিগত বৎসরের গ্লানী । সুখ ও শান্তিতে ভরে উঠুক নতুন বৎসরের নতুন দিনের নতুন আশার সমারোহে প্রত্যেকের জীবন । বিগত বৎসরের কন্টকাবৃত সকল জীবন পথ উম্মুক্ত হোক নতুন আঙ্গিকে নতুন সূর্যের আলোয় । সকলের জীবন এগিয়ে যাক সহজ ও মসৃণ পথ ধরে আনন্দ সুখের উল্লাসে । সকলের সাথে সকলের দুষমনি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর ও শান্তির ঝর্ণধারায় উদ্ভাসিত হোক ।

হিংসা – প্রতিহিংসা – জিঘাংসা – কুটিলতা ইত্যাদি সরে যাক সকলের মন থেকে । মানবতার বন্ধনে আবদ্ধ হোক সকলের জীবন । সকলের চলার পথ হয়ে উঠুক শান্তি ও সুখাবৃত যাত্রাপথ রূপে । সুখ – শান্তি প্রতিষ্ঠিত হোক সকল অশান্ত জনপদে ।

নির্মল স্বচ্ছ কাঁচের মত পরিস্কার হয়ে যাক সকলের মন । সকলেই ভাল থাকুন , সুস্থ থাকুন , শান্তিতে থাকুন – এ কামনায় সকলকে আবারও শুভেচ্ছা । 
 

Post a Comment

1 Comments